Make our mind vaster than space

Make our mind vaster than space
Milky Way Galaxy

Sunday, November 6, 2011

জয় জয় নবজাত বাংলাদেশ


উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা আর নেই। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি মুম্বাইয়ের আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভূপেন হাজারিকার বয়স হয়েছিল ৮৫ বছর।
ভূপেন হাজারিকা শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভুগছিলেন। পাঁচ মাস ধরে তিনি মুম্বাইয়ের হাসপাতালে চিকিত্সা নিচ্ছিলেন। গত মঙ্গলবার তাঁর ডায়ালাইসিস হলেও তাতে কোনো লাভ হয়নি। ডায়ালাইসিসেও সাড়া দিচ্ছিল না তাঁর শরীর। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। শেষ সময়ে পাশে ছিলেন তাঁর দীর্ঘ দিনের সঙ্গী কল্পনা লাজমি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পরই ভূপেন হাজারিকার অবস্থার অবনতি হতে থাকে। সে সময় তাঁর দেহে ছোটখাটো অস্ত্রপচারও করা হয়। গত ২৯ জুন থেকে তিনি ওই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। 
১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর আসামের সাদিয়ায় জন্মগ্রহণ করেন ভূপেন হাজারিকা। মাত্র ১২ বছর বয়সে তিনি অসমিয়া ছবিতে গান করেন


ভূপেন হাজারিকার জন্ম ভারতের অসম রাজ্যের সাদিয়ায়। মাত্র ১০ বছর বয়স থেকে গান লিখে সুর দিতে থাকেন হাজারিকা। ১২ বছর বয়সে তালকি ও ইন্দ্রমালতী নামে দুটি অসমিয়া ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। ১৯৪২ সালে গুয়াহাটির কটন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। অতঃপর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বিএ (১৯৪৪) এবং পরে রাষ্ট্রবিজ্ঞানে এমএ (১৯৪৬ পাস করেন। ১৯৫৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।
ভূপেন হাজারিকা একাধারে ছিলেন গায়ক, কবি, সাংবাদিক ও লেখক। অসমিয়া ভাষা বাদেও তিনি বাংলা, হিন্দিসহ একাধিক ভাষায় গান করেছেন। ভূপেন হাজারিকা তাঁর এই বর্ণাঢ্য জীবনে পদ্মভূষণ, দাদা সাহেব ফালকেসহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০০৯ সালে আসামের প্রধান সফর গুয়াহাটির কেন্দ্রস্থলে তাঁর মূর্তি বসানো হয়। তিনি এই মূর্তির আনুষ্ঠানিক পর্দা উন্মোচন করেছিলেন।

তার কিছু বিখ্যাত গান তুলে ধরা হলঃ

১। মানুষ মানুষের জন্য

মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না…ও বন্ধু।।
মানুষ মানুষকে পণ্য করে,
মানুষ মানুষকে জীবিকা করে,
পুরোনো ইতিহাস ফিরে এলে
লজ্জা কি তুমি পাবে না…ও বন্ধু।।
বলো কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি।
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবে না…ও বন্ধু।।


২। জয় জয় নবজাত বাংলাদেশ

জয় জয় নবজাত বাংলাদেশ,
জয় জয় মুক্তিবাহিনী
ভারতীয় সৈন্যের সাথে রচিলে
মৈত্রীর কাহিনী।।

ধর্মান্ধতার বিপরীতে ধর্মনিরপেক্ষতা,
বিভেদগামী শক্তির বদলে
গঙ্গা পদ্মার একতা,
বিশাল ভলগা, গঙ্গা-পদ্মার
পাড় ভেঙ্গে এক হল পানি।।

সামন্ততন্ত্রের বিপরীতে, এক নতুন প্রজাতন্ত্র,
সমরতন্ত্রের বিপরীতে,
এক অভিনব সমাজতন্ত্র,
স্থাপনা করে রক্তে লিখিলে
শেখ মুজিবরের বাণী।।


৩। সিন্ধু থেকে পদ্মা-গঙ্গা-মেঘনা

এই গঙ্গা আমার মা-ওই পদ্মা আমার মা
কেন, হারিয়ে যাওয়া সিন্ধু মাকে ফিরে পেলামনা!

এপারে উদাসী বাউল বাজায় একতারা-
ওপারের ভাওয়াইয়া গানে বাজে দোতরা
কেন,রাখালিয়া বাঁশিতে সুর শুনতে পেলামনা!

কোথায় আমার হারিয়ে যাওয়া মেঘনা নদীর কূল
মন উদাসী বাঁশির সুরে হতাম যে ব্যাকুল
কেন,রূপসা নদীর পারে আমার ফেরা হ‌লনা!

সিন্ধুপারে আজও ডাকে বন্ধু আমার
হাসান ও জিনাতকে মনে পড়ে বারেবার
কেন,সিন্ধুপারের বন্ধু আমার ফিরে এলনা!
৪। মেঘ থম থম করে কেউ নেই

মেঘ থম থম করে কেউ নেই
জল থই থই করে কিছু নেই
ভাঙনের যে নেই পারাপার
তুমি আমি সব একাকার
মেঘ থম থম করে কেউ নেই।

কোথায় জানিনা, মেঘ ছিল যে কোথায়?
সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায়
মেঘ থম থম করে কেউ নেই
জল থই থই করে কিছু নেই
আঁধারের যে নেই পারাপার
মেঘ থম থম করে কেউ নেই।

পুরানো সব নিয়ম ভাঙে অনিয়মের ঝড়
ঝড়ো হাওয়া ভেঙে দিল মিথ্যে তাসের ঘর।
নুতন মাটিতে আসে ফসলেরই কাল
আঁধার পেরিয়ে আসে আগামী সকাল।

রাত ঘুম ঘুম ভোরে জাগে ঐ
রোদ ঝলমল করে দেখ ঐ
বাতাসের যে নেই হাহাকার
পথ নেই যে পথ হারাবার
রাত ঘুম ঘুম ভোরে জাগে ঐ।

No comments:

Post a Comment