Make our mind vaster than space

Make our mind vaster than space
Milky Way Galaxy

Thursday, June 23, 2011

বাইকনুর কসমোড্রম


বাইকনুর কসমোড্রম বিশ্বের প্রথম এবং বৃহত্তম মহাকাশযান উত্কেপনকেন্দ্র এটি কাজাখস্তান এর মরুভূমিতে অবস্থিত. সমুদ্র সমতল থেকে ৯০ মিটার উচু তে অবস্থিত কাজাখ সরকার এর  কাছ থেকে লিজ নিয়ে রাশিয়ানরা এটা ২০৫০ পর্যন্ত বেবহার করার অনুমতি পেয়েছে

বর্তমানে এটি রাশিয়ান ফেডেরাল স্পেস এজেন্সী রাশিয়ান স্পেস ফোর্সেস ব্যবহার করছে এটি তত্কালীন সোভিয়েত ইউনিয়ন ১৯৫০ সালে তৈরী করে এটির আকার উপবৃত্তাকার জায়গাটি পূর্ব পশ্চিমে ৯০ কিমি এবং উত্তর দক্ষিনে ৮৫ কিমি বাইকনুর কসমোড্রম এর কেন্দ্রে বাইকনুর কসমোড্রম অবস্থিত


এটি একটি ব্যস্ত কসমোড্রম



বাইকনুর কসমোড্রম এর  স্মরণীয় ঘটনা :

১৯৫৭ সালের অক্টোবর স্পুতনিক নামক বিশ্বের প্রথম কৃত্তিম উপগ্রহ উতক্ষেপন
১৯৫৯ সালের জানুয়ারী লুনা প্রথম চাদ নিকট যায়  এটিও এখান থেকে উতক্ষেপন করা হয়
১৯৬১ সালের ১২ এপ্রিল ইউরি গ্যাগারিন পরিণত হন পৃথিবী প্রথম মানুষ যিনি প্রথম মহাকাশ ভ্রমণ করে, এবং একই সাথে প্রথম মানুষ যিনি পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন। ভস্টক ১ উতক্ষেপন করা হয়  বাইকনুর কসমোড্রম থেকে১৯৬৩ সালে ভালেন্তিনা তেরেসকোভা এখান থেকেই প্রথম নারী হিসেবে মহাকাশে যান
চেকোস্লোভাকিয়া, ফ্রান্স এবং পূর্ব জার্মানী তাদের মহাকাশ যুগ সুরু করে এখান থেকেই
১৯৬০ সালে একটি রকেট বিস্ফোরণে এখানে ১০০ জন নিহত হন



No comments:

Post a Comment