শ্রী শিব শংকর |
শিব শংকর চক্রবর্তীর জন্ম বাংলা ১৩৩৪ সনের ৩ আশ্বিন। মঙ্গলবার। ইংরেজি ২১ সেপ্টেম্বর ১৯২৭ নোয়াখালীর পুরাতন শহরে। আদি বাড়ি মুনশিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আউতশাহি ইউনিয়ন এর কাইচাইল গ্রাম। বাবা স্বর্গীয় দুরগাপ্রসন্ন চক্রবর্তী নোয়াখালীর জর্জ কোর্ট এ আইন পেশায় নিয়োজিত ছিলেন।
জেঠা স্বর্গীয় বগলা প্রসন্ন চক্রবর্তী ছিলেন মুরশিদাবাদের জেলা প্রশাসক।
শিব শংকর চক্রবর্তীর পড়াশুনা শুরু নয়াখালির ছাত্র সংসদ স্কুলে । নারায়নগঞ্জের তোলারাম কলেজ থেকে বাণিজ্যে স্নাতক, ঢাকা ইউনিভারসিটি থেকে একই বিষয়ে স্নাতকোত্তর্, বাংলা ও সংস্কৃত সাহিত্তে এম এ ডিগ্রি নেন।
এই মহা মনিষী ২০০৮ সালের ১২ মে সোমবার দেহত্যাগ করেন।
তিনি ইসকন ও বিশ্ব হিন্দু মহাসঙ্ঘের আজীবন সদস্য ছিলেন। তিনি বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন। তিনি ধামরাই এর শ্রী শ্রী যশমাদব মন্দির এর Trust এর সভাপতি ছিলেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি ও ১৯৭৯ সাল থেকে সুদর্শন পত্রিকার সম্পাদনা করেন।
প্রকাশিত গ্রন্থাবলীঃ
১। দেব দেবীর পরিচয় ও বাহন রহস্য
২। জ্ঞানমঞ্জরী ৪ খণ্ড
৩। পুরুষোত্তম শ্রীকৃষ্ণের জন্মরহস্য
৪। মানুষের বর্ণ ভাগ কি এবং কেন?
৫। গীতার আলোকে নিজেকে দেখা
৬। আমাদের মা
৭। শ্রী শ্রী মা আনন্দময়ীর জীবন ও বাণী
৮। প্রশ্নোত্তরে শ্রীমদভগবদগীতা
৯। ছবিতে শ্রীমদভগবদগীতা
সম্পাদিত গ্রন্থাবলীঃ
১। শ্রীমদভগবদগীতা
২। ঈশ্বর কোটি পুরুষ লোকনাথ
৩। হিন্দু বিবাহ
৪। হিন্দুর সন্ধ্যা বন্দনা
৫। শ্রী শ্রী চণ্ডী ও শ্রী শ্রী গীতা
৬। পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ বাবার জীবনী ও শত বাণী
৭। স্বরণীয় ও বরণীয় যারা
তাঁর বিখ্যাত উক্তি হচ্ছেঃ
গর্ভধারিণী মাতা, গীতা মাতা, দেশ মাতা- এই তিন মাতার সেবাই হোক জীবনের ব্রত।
সুত্রঃ আনন্দ পাবলিকার্স , ঢাকা।
No comments:
Post a Comment