Make our mind vaster than space

Make our mind vaster than space
Milky Way Galaxy

Tuesday, August 30, 2011

শ্রী শিব শংকর চক্রবর্তীঃ এক মহামনীষীর জীবন এর গল্প



শ্রী শিব শংকর



শিব শংকর চক্রবর্তীর জন্ম বাংলা ১৩৩৪ সনের ৩ আশ্বিন। মঙ্গলবার। ইংরেজি ২১ সেপ্টেম্বর ১৯২৭ নোয়াখালীর পুরাতন শহরে। আদি বাড়ি মুনশিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আউতশাহি ইউনিয়ন এর কাইচাইল গ্রাম। বাবা স্বর্গীয় দুরগাপ্রসন্ন চক্রবর্তী নোয়াখালীর জর্জ কোর্ট এ আইন পেশায় নিয়োজিত ছিলেন।

জেঠা স্বর্গীয় বগলা প্রসন্ন চক্রবর্তী ছিলেন মুরশিদাবাদের জেলা প্রশাসক।

শিব শংকর চক্রবর্তীর পড়াশুনা শুরু  নয়াখালির ছাত্র সংসদ স্কুলে । নারায়নগঞ্জের তোলারাম কলেজ থেকে বাণিজ্যে স্নাতক, ঢাকা ইউনিভারসিটি থেকে একই বিষয়ে স্নাতকোত্তর্‌, বাংলা ও সংস্কৃত সাহিত্তে এম এ ডিগ্রি নেন।

এই মহা মনিষী ২০০৮ সালের ১২ মে সোমবার দেহত্যাগ করেন।

তিনি ইসকন ও বিশ্ব হিন্দু মহাসঙ্ঘের আজীবন সদস্য ছিলেন। তিনি বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন। তিনি ধামরাই এর শ্রী শ্রী যশমাদব মন্দির এর Trust এর সভাপতি ছিলেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি ও ১৯৭৯ সাল থেকে সুদর্শন পত্রিকার সম্পাদনা করেন।

প্রকাশিত গ্রন্থাবলীঃ
১। দেব দেবীর পরিচয় ও বাহন রহস্য
২। জ্ঞানমঞ্জরী ৪ খণ্ড
৩। পুরুষোত্তম শ্রীকৃষ্ণের জন্মরহস্য
৪। মানুষের বর্ণ ভাগ কি এবং কেন?
৫। গীতার আলোকে নিজেকে দেখা
৬। আমাদের মা
৭। শ্রী শ্রী মা আনন্দময়ীর জীবন ও বাণী
৮। প্রশ্নোত্তরে শ্রীমদভগবদগীতা
৯। ছবিতে শ্রীমদভগবদগীতা

সম্পাদিত গ্রন্থাবলীঃ
১। শ্রীমদভগবদগীতা
২। ঈশ্বর কোটি পুরুষ লোকনাথ
৩। হিন্দু বিবাহ
৪। হিন্দুর সন্ধ্যা বন্দনা
৫। শ্রী শ্রী চণ্ডী ও শ্রী শ্রী গীতা
৬। পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ বাবার জীবনী ও শত বাণী
৭। স্বরণীয় ও বরণীয় যারা


তাঁর বিখ্যাত উক্তি হচ্ছেঃ
গর্ভধারিণী মাতা, গীতা মাতা, দেশ মাতা- এই তিন মাতার সেবাই হোক জীবনের ব্রত।
সুত্রঃ আনন্দ পাবলিকার্স , ঢাকা।

No comments:

Post a Comment