Make our mind vaster than space

Make our mind vaster than space
Milky Way Galaxy

Saturday, September 3, 2011

ওয়াররেন পয়েন্ট অ্যামবুশ



১৯৭৯ সালের ২৭ আগস্ট। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর ও রাণী এলিজাবেথের কাকা লর্ড মাউন্টবাটেন আয়ারল্যান্ডের মুললাহগ্মরে তার পারিবারিক ইয়টে লবস্টার  ও টুনা মাছ শিকারের সময়ে (তার গ্রীষ্মকালীন অবকাশ যাপন বাসা) আইরিশ রিপাবলিকান আর্মির পেতে রাখা বোমা হামলায় নিহত হন। বোমা হামলায় তার বেয়াইন, ১৪ বছরের নাত্নি ও এক আইরিশ ক্রু নিহত হন।
লর্ড মাউন্টবাটেন

আইরিশ রিপাবলিকান আর্মি তাদের বিবৃতিতে বলে ,” The IRA claim responsibility for the execution of Lord Louis Mountbatten. This operation is one of the discriminate ways we can bring to the attention of the English people the continuing occupation of our country.”

ঐ একই দিনে উত্তর আয়ারল্যান্ডের ওয়াররেন পয়েন্টে Narrow Water Castle টাওয়ারে আইরিশ রিপাবলিকান আর্মি ব্রিটিশ কনভয়ে বোমা হামলা চালায়। ১৮ ব্রিটিশ সৈন্য নিহত হয়। এটা আয়ারল্যান্ডে ব্রিটিশ বাহিনীর একদিনে  সবচেয়ে বেশী প্রাণহানি।
Narrow Water Castle

প্রথম হামলাঃ
১৬.৪০ GMT: একটি আর্মি কনভয়  যেটিটি ছিল একটি ল্যান্ড রোভার ও দুইটি ৪ টনি ট্রাক দুর্গের পাস দিয়ে যাচ্ছিল। তখন ২২৭ কেজির একটি বোমা ফাটে। বোমাটি রাখা ছিল একটি লরির পিছনে খড়ের ভিতর। লরিটি দুর্গের কাছেই পার্ক করা ছিল। বিস্ফোরণে ট্রাকের ৬ সৈনিক নিহত হন। তারা ছিলেন প্যারাসুট রেজিমেন্টের ২য় ব্যাটালিয়নের সদস্য। সৈনিকরা আইরিশ জলসীমায় গুলি চালাতে থাকেন।
এতে মাইকেল হাডসন নামে একজন ইংরেজ জেলে নিহত হন। তার ভাই ব্যারি হাডসন আহত হন। ঘটনাস্থলের দিকে ব্রিটিশ বাহিনী সাহায্য বাহিনী ও মেডিকেল সাপোর্ট পাঠান।
ধ্বংস প্রাপ্ত ব্রিটিশ আর্মি ট্রাক

দ্বিতীয় হামলাঃ
৩২ মিনিট পর ১৭.১২ GMT তে রাস্তার ওপরপারে গেটের কাছে আরেকটি বোমা বিস্ফোরিত হয়। আইরিশ সন্ত্রাসীরা দূর থেকে ব্রিটিশ সৈনিকদের কার্যকলাপ দেখছিল। সৈনিকরা গেটের কাছে একটি কমান্ড পোস্ট করেছিল। ৩৬৩ কেজি ওজনের ওই বোমার আঘাতে ১২ জন সৈনিক নিহত হন। মানুষের খণ্ড বিখণ্ড দেহ পরেছিল রাস্তার উপর। এটাও ছিল রিমোট কন্ট্রোল বোমা।

২জনকে আটক করা হলেও প্রমাণের অভাবে ছেড়ে দিতে হল। এদের মধ্যে ব্র্যান্ডন ব্রান্স ১৯৮৮ সালে নিজের বহন করা বোমা  বিস্ফোরণে নিহত হন।

No comments:

Post a Comment