Make our mind vaster than space

Make our mind vaster than space
Milky Way Galaxy

Thursday, September 8, 2011

চট্টগ্রামে চার মন্দিরে একসঙ্গে চুরি


বছরের শুরুর কথা মনে পড়ে গেল। একে একে ২৩ টি মন্দিরে চুরি হয়েছিল। মার্চে শেষ চুরি হয় খুলনার ইস্কন মন্দিরে। তারপর চুরি বন্ধ হল। র‍্যাব ও পুলিশ সঙ্গবদ্ধ চোরদলকে আতক করার পর। তারপর দেশের বিভিন্ন জায়গাতে মন্দির ধ্বংস বা অপদখল অব্যাহত (যেটি এদেশে একটি স্বাভাবিক বিষয় হয়ে গেছে)থাকলেও চুরির বিষয়টি খবরের কাগজে দেখা যেত না। আবার তা শুরু হল।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে চারটি হিন্দু মন্দিরে এক সঙ্গে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন।

সারোয়াতলীর শতবর্ষী সারোয়াতলী কালী মন্দির, ৬২ বছরের পুরনো ভবানীভবন মাতৃমন্দির, ভোলানাথ মন্দির ও নবগ্রহ মন্দিরে চুরির ঘটনা ঘটে। এগুলোর মধ্যে নবগ্রহ মন্দির ছাড়া বাকি তিনটি মন্দির একই পরিচালনা পরিষদের অধীনে পরিচালিত হয়।

কালী মন্দির ও ভোলানাথ মন্দির দুটি পাশাপাশি অবস্থিত।

ভবানীভবন মাতৃমন্দির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ড. তপন কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে কোন এক সময় মন্দিরগুলোর জানালার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। সকালে পূজারীরা মন্দিরে এসে চুরির ঘটনা টের পান।

তিনি জানান, দুর্বৃত্তরা চারটি মন্দির থেকে রাধা-গোবিন্দ ও রাধা-কৃষ্ণের দুটি প্রাচীন মূর্তি নিয়ে গেছে।

এছাড়াও মন্দিরে রক্ষিত ধর্মীয় ঐতিহ্যবাহী বিভিন্ন নিদর্শন, পিতল ও কাঁসার তৈরি প্রায় শতাধিক তৈজসপত্র, পূজার ঘট ও চারটি দানবাক্স চুরি হয়েছে।

তপন কান্তি বলেন, "প্রাচীন মূর্তি দুটি শুধু অর্থের দিক দিয়েই মূল্যবান নয়, এগুলোর ঐতিহাসিক গুরুত্ব ও মূল্য অপরিমেয়।"

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ  বলেন, পুলিশ চুরি যাওয়া মূল্যবান মূর্তি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করবে এবং জড়িতদের গ্রেপ্তার করবে এটাই আমাদের দাবি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক সবুজ  বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছি আমরা। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

No comments:

Post a Comment