"Nuclear catastrophe was hanging by a thread ... and we weren't counting days or hours, but minutes."
-Soviet General and Army Chief of Operations, Anatoly Gribkov
কিউবার মিসাইল সংকট ছিল এমন এক অবস্থা যখন বিশ্ব পারমাণবিক যুদ্ধের খুব কাছাকাছি চলে এসেছিল। সোভিয়েতরা কিউবাকে পারমাণবিক যুদ্ধ ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইল। আমেরিকান আর্মি তাদের দেশ হতে মাত্র ৯০ মাইল দূরে সোভিয়েত ক্ষেপণাস্ত্র মোতায়েন দেখে নিরাপত্তার সরবচ্চ সতর্ক অবস্থা ঘোষণা করল। বিশ্ব থমকে গেল। অবশেষে জন এফ কেনেডি ও নিকিতা ক্রুচেবের সাহসী পদক্ষেপে বিশ্ব মুক্তি পেল রক্তগঙ্গা থেকে।
সোভিয়েতরা ইউরোপ এর উপর নজর রাখতে পারত। কিন্তু তারা আমেরিকার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে চাইল। তখন স্নায়ু যুদ্ধের সময়। আমেরিকান ভূখণ্ড থেকে মাত্র ৯০ মাইল দূরে তারা কিউবার দিকে নজর দিল। সেখানে সমাজতান্ত্রিক সরকার মার্কিনবিরোধী। এদিকে কিউবার নেতা কাস্ত্রো ১৯৬১ এর বে পিগ আগ্রাসনের পর ভিত। মার্কিন আক্রমণ থেকে দেশকে বাচাতে রাশিয়ানদের সাহায্য চাইলেন। ২ এ ২ এ ৪ হয়ে গেল। সোভিয়েতরা গোপনে কিউবাতে মিসাইল ঘাঁটি স্থাপন করতে লাগল। তখনই সংকট শুরু হল।
এক নজরে সংকটের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হলঃ
২০ অক্টোবর ১৯৬২ঃ কেনেডির তত্থসচিব জানান কেনেডি "upper respiratory infection." এর জন্য বাকি ক্যাম্পেইন বাতিল করেছেন।
কেনেডি আবার উপদ্বেষ্টাদের সাথে বৈঠক করলেন।২১ অক্টোবর ১৯৬২ঃ জেনারেল ম্যাক্সওয়েল টাইলর কেনেডিকে জানান বিমান হামলা দিয়ে কিউবাতে সব সোভিয়েত ক্ষেপণাস্ত্র হয়ত নাও ধ্বংস হতে পারে।
কেনেডি কিউবার উপর অবরোধ আরোপের সিদ্ধান্ত নেন। রাতে ঊ২ বিমান আবিষ্কার করে কিউবার উত্তর উপকূলের ক্ষেপণাস্ত্র ঘাটিতে মিগ ও বোম্বার মোতায়েন করা হচ্ছে।২২ অক্টোবর ১৯৬২ঃ হোয়াইট হাউজে কংগ্রেস সদস্যরা জড়ো হন। তাদের ফটোগ্রাফিক প্রমাণ দেখানো হল। সদস্যরা কেনেডিকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। ঐদিন কেনেডি জাতির উদ্দেশে ভাষণে কিউবাতে সোভিয়েত ক্ষেপণাস্ত্রের কথা জানালেন। তিনি বললেনঃ "
It shall be the policy of this nation to regard any nuclear missile launched from Cuba against any nation in the Western Hemisphere as an attack by the Soviet Union on the United States, requiring a full retaliatory response upon the Soviet Union.
To halt this offensive buildup, a strict quarantine on all offensive military equipment under shipment to Cuba is being initiated. All ships of any kind bound for Cuba, from whatever nation or port, will, if found to contain cargoes of offensive weapons, be turned back. This quarantine will be extended, if needed, to other types of cargo and carriers. We are not at this time, however, denying the necessities of life as the Soviets attempted to do in their Berlin blockade of 1948
" মার্কিন সেনাবাহিনী DEFCON 3 (প্রতিরক্ষার একটি লেবেল) ঘোষণা করলেন। গুয়ান্তনাম বে তে প্রচুর সৈন্য জড়ো হল।
২৩ অক্টোবর ১৯৬২ঃ কেনেডি ৬ টি ক্রুসেডার বিমানকে নিচু লেবেলে গোয়েন্দাগিরির নির্দেশ দিলেন।
Organization of American States (OAS) কিউবার বিরুদ্ধে অবরোধ জারি করল।
দিনের শেষে আমেরিকার যুদ্ধ জাহাজ গুলো কিউবার জলসীমার ৮০০ মাইলের ভিতর অবস্থান নিল। সন্ধ্যায় কেনেডি তার ভাই রবার্টকে সোভিয়েত দূতাবাসে পাঠালেন রাষ্ট্রদূত দব্রাইনিনের সাথে কথা বলতে। ক্রুসচেভ কেনেডিকে চিঠি দেন যে এভাবে শান্তি বিঘ্নিত হচ্ছে। কেনেডি ক্রুসচেবকে সময় দেয়ার সিদ্ধান্ত নিলেন। ২৪ অক্টোবর ১৯৬২ঃ কিউবামুখি সোভিয়েত জাহাজগুলো হয় গতিপথ পরিবর্তন করলো নয়তো আস্তে আস্তে এগুলো।
আমেরিকান আর্মি DEFCON 2 ঘোষণা করল আমেরিকার ইতিহাসে সরবচ্চ। ২৬ অক্টোবর ১৯৬২ঃ সোভিয়েত জাহাজ মারকুলা অবরোধ ভেঙ্গে কিউবান জলসীমাতে প্রবেশ করল। কেনেডি জানান অবরোধ আরোপ কিউবানদের থামাতে পারবে না। সিআইএ জানায় অবরোধ দিয়েও কিউবাতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কাজ একটুও থামে নাই। আরেকটি উ২ বিমান আবিষ্কার করল সোভিয়েতরা ক্যামোফ্লাজ দিয়ে ক্ষেপণাস্ত্র লুকাতে চাইছে।
ঐদিন আলেকজান্ডার ফমিন, ওয়াশিংটনে কেজিবির স্টেশন প্রধান ABC News কে জানান সোভিয়েতরা কিউবা থেকে ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করবে যদি কেনেডি বিশ্বের উদ্দেশে বলেন তিনি কিউবা আক্রমন করবে না। ক্রুশেভ কেনেডির কাছে পাঠানো চিঠিতে ঠিক একই দাবি করলেন।২৭ অক্টোবর ১৯৬২ঃ ক্রুশেভ কেনেডিকে চিঠি দেন। বলেন তুরস্ক থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র সরিয়ে আনতে বিনিময়ে কিউবা থেকে সোভিয়েতরা ক্ষেপণাস্ত্র সরিয়ে আনবে।
একটি আমেরিকান উ২ বিমানকে গুলি করে ভূপাতিত করে। এক মার্কিন মেজর রুদলফ এন্দারসন মারা যান।আলাস্কার কাছে সোভিয়েত আকাশ সীমায় আমেরিকান উ২ বিমান ঢুকে পড়লে সোভিয়েত জঙ্গি বিমান তাকে ধাওয়া করে। রবার্ট ও দব্রাইনিন বৈঠক করেন। কেনেডি ক্রুশেভকে জানান যদি সোভিয়েতরা ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করে তাহলে আমেরিকা কিউবা আক্রমণ করবে না।বিনিময়ে মার্কিনীরা জানালো তারা কিউবা আক্রমণ করবে না। শেষ হল কিউবার মিসাইল সংকট।
তথ্যসূত্রঃ
১। An Overview of the Crisis২। Cuban Missile Crisis: Timeline
চমৎকার
ReplyDelete