Make our mind vaster than space

Make our mind vaster than space
Milky Way Galaxy

Friday, October 7, 2011

মুখরিত জীবন





এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুর চরে
ঢেউয়ের সাথে নেচেছি,
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে চল সেই সাগরো তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
রাত্রিতে জোসনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আখিতে আবীর মেখে
স্বপ্নের জ্বাল বুনেছি
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিল
ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।
——————–
ব্যান্ডঃ সোলস

No comments:

Post a Comment